আন্দুলবাড়িয়া প্রতিনিধি: প্রেমিকের সাথে পরকীয়া প্রেমের টানে প্রবাসীর স্ত্রী ঘর ছেড়ে শেষ রক্ষা হলো না। বিয়ে করে অবশেষে ৪দিনের মাথায় প্রেমিক, প্রেমিকাকে যৌথ তালাক দিয়ে পিতৃগৃহে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে আন্দুলবাড়িয়ায় প্রেমিকার ৩ সন্তান তার মায়ের অবস্থান দেখিয়ে দেয়ার পর বেরশিক জনতা তাদের আটক করে। যৌথ তালাকনামার মাধ্যমে প্রেমিকা ৩ সন্তানের জননী শারমিন খাতুন (২৮) ও প্রেমিক ২ সন্তানের জনক হৃদয় হোসেনকে (৩৫) পরিবারের হাতে তুলে দেয়া হয়। জানা গেছে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কাতার প্রবাসীর স্ত্রী ৩ সন্তানের জননী শারমিন খাতুনের সাথে আত্মীয়তার সূত্র ধরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে ২ সন্তানের জনক হৃদয় হোসেনের পরকীয়া সর্ম্পক গড়ে ওঠে। প্রেমিকের প্রলোভনে পড়ে ঘর বাধার আশায় প্রেমিকা শারমিন খাতুন গত সোমবার ৩ সন্তানকে সাথে নিয়ে ঘর ছাড়েন। তারা বিয়ে করে আন্দুলবাড়িয়া বাজারে রেজাউল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিল। গত বুধবার ৩ সন্তান কৌশলে বাড়ি ফিরে তার মায়ের অবস্থান পরিবারের সদস্যদের নিশ্চিত করেন। এ তথ্য পেয়ে পরিবারের সদস্যরা ৩ সন্তানকে সাথে নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে তাদের অবস্থান দেখিয়ে দেয়ার পর স্থানীয় জনতা তাদের আটক করেন। অবশেষে যৌথ তালাক নামার মাধ্যমে ৩ সন্তানের জননী শারমিন খাতুন ও ২ সন্তানের জনক হৃদয় হোসেনকে তার স্বজনদের হাতে তুলে দেয়া হয়।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার গোবিন্দপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক ধীরেন্দ্র নাথের পরলোক গমন
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.