জীবননগর ব্যুরো: জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরি কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। গত পরশু সোমবার বিকেলে শহরের দত্তনগর সড়কের এ্যানি এন্টারপ্রাইজে প্রেসক্লাব সভাপতি এম আর বাবুর সভাপতিত্বে এ পরিচিতিসভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুন্সী রায়হান উদ্দিন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতিসভায় প্রেসক্লাব পরিচালনায় আগামী দিনের কর্মপন্থা তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, সিনিয়র সদস্য সালাউদ্দীন কাজল, মামুন উর রহমান, হুমায়ুন কবীর, জাহাঙ্গীর আলম, মিথুন মাহমুদ ও এমআই মুকুল প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.