জীবননগর সাব-রেজিস্টার মাকসুদুরকে সংবর্ধনা

জীবননগর ব্যুরো: বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন বিআরএসএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে যুগ্ম-দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জীবননগর সাব-রেজিস্টার মাকসুদুর রহমান। শুক্রবার ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিআরএসএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করে। নির্বাচনে সাব-রেজিস্ট্রার মাকসুদ বিজয়ী হওয়ায় গতকাল সোমবার জীবননগর সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখকগণ সংবর্ধনা প্রদান করে। তাকে এ সময় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাব-রেজিস্টার মাকসুদুর রহমান। সাব রেজিস্ট্রি অফিসের ইউনুছ আলী, সাফায়েতুল ইসলাম, আবুল কালাম আজাদ, আলী কদর, রবিউল ইসলাম, ফিরোজ মিয়া, বিষ্ণু কুমার অধিকারী, শাহিন কুতুব, শিরিনা খাতুন, মরিয়ম খাতুন, রুশমি ইয়াসমিন, রেহেনা খাতুন, আজাহার উদ্দিন, হারু-অর-রশিদ, আব্দুর রব, রতন ইসলাম, নূরুজ্জামান, শাহারুল ইসলাম, রুবেল মিয়া, মাসুদ রানা, হুজাইফা ইসলাম, আবু বকর, ইজাজুল ইসলাম, রইস উদ্দিন, দলিল লেখক সমিতির সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

সূত্রে জানা যায়, বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন বিআরএসএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ২০২০-২১ দ্বিবার্ষিক নির্বাচনে জিয়াউল-কাউসার-জাহিদ-ইমরুল ও সাবিকুন-লুৎফুল-সহিদ-রমজান-মাইকেল দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বী করে। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ৪৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে জীবননগর সাব-রেজিস্টার মাকসুদুর রহমান যুগ্ম-দফতর সম্পাদক পদে ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ২০৯ ভোট পান। নির্বাচনে সভাপতি পদে জেলা রেজিষ্ট্রার জিয়াউল হক, সিনিয়র সহ-সভাপতি সাব-রেজিস্টার শেখ কাউসার আহাম্মেদ, সহ-সভাপতি পদে জেলা রেজিস্ট্রার মিশন চাকমা, খন্দকার হুমায়ুন কবির, খন্দকার জামিলুর রহমান, রফিকুল ইসলাম, সেলিম হাওলাদার, সাব-রেজিস্টার আফসানা বেগম, জেলা রেজিস্টার মিজানুর রহমান, মহাসচিব সাব রেজিস্টার জাহিদ হাসান, যুগ্ম মহাসচিবপদে সাব রেজিস্টার ইমরুল খোরশেদ, আবু তাহের মোহাম্মদ মোস্তফা, গোলাম মোর্তুজা, সাংগঠনিক সম্পাদক সাব রেজিস্টার এসএম শফিউল বারী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাব রেজিস্টার ওমর ফারুক, কোষাধ্যক্ষ  আশরাফুল ইসলাম, যুগ্ম কোষাধ্যক্ষ পদে আব্দুল্লাহ আল ইমাম, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার বিশ^াস, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক এসএম আবু মুসা, ক্রীড়া সম্পাদক পদে সোহরাব হোসেন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজমল হোসেন, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল বাতেন, কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক পদে আব্দুল বারী, যুগ্ম দপ্তর সম্পাদক জীবননগর সাব-রেজিস্টার মাকসুদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক পদে সিরাজুল ইসলাম, তথ্য ও যোগযোগ বিষয়ক সম্পাদক পদে শাহাজাহান আলী, রেজাউল করিম, যুগ্ম সম্পাদক খিদমত, গোবিন্দ সাহা, নূরে তোজাম্মেল হোসেন, মহিলা সম্পাদক শুভ্রা রানী দাস, নির্বাহী সদস্য পদে যথাক্রমে আরিফুর রহমান, একেএম মীর হাসান, দেলোয়ার হোসেন খন্দকার, অশোক বসাক, জহিরুল ইসলাম, মকছু মিয়া, আরিফুর রহমান, নাবির আক্তার ও রায়হান হাবিব নির্বাচিত হয়েছেন। সফিকুল- লুৎফুল- সহিদ-রমজান-মাইকেল পরিষদ হতে কেবল মাত্র দুটি নির্বাহী সদস্য পদে রফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More