হাসাদাহ প্রতিনিধি: নিজ মালিকানা জমি ফিরে পেতে জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়নের গোলাম হায়দার জসিম উদ্দীন জালালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গোলাম হায়দার লিখিত বক্তব্যে বলেন, আমি গত ২২ জুন হাসাদাহ ৪৭ নং মৌজায় আর.এস ২৭১ নং খতিয়ানের আর এস ১৯৯৮ নং দাগে ২০.৯০ শতক জমি যা ২৮৩৫ নং দলিলমূলে হাসাদাহ বাজারপাড়ায় বসবাসকারী সিদ্দিক ও মোস্তফার নিকট হইতে ক্রয় করি। ওই জমির পূর্বের মালিকগণ অত্যান্ত দুর্বল প্রকৃতির হওয়ায় জসিম উদ্দিন জালাল ভুক্তভোগী সিদ্দিক ও মোস্তফাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এলাকা থেকে বিতাড়িত করেন। এর কোনো উপায়ন্ত না পেয়ে আমার বরাবর ২২ জুন দলিল করে দেন। গোলাম হায়দার সংবাদ সম্মেলনে আরও বলেন, আমি জমির মালিকানা হবার পর থেকে জসিম উদ্দিনকে নিজে এবং লোক মারফত জমিটি ছেড়ে দেয়ার জন্য বলি কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় গতকাল বুধবার বিকেল ৫টায় হাসাদাহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জমি ফিরে পাওয়ার আকুতি জানায়।
পূর্ববর্তী পোস্ট
জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে আহত ওয়েল্ডিং দোকানি মিঠু অবশেষে মারা গেছেন
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.