হাসাদাহ প্রতিনিধিঃজীবননগর উপজেলার হাসাদাহ বাজার পাড়ার অটোচালক শাওন ২ লক্ষ টাকা পাওয়ার আশায় নিজের আয়ের অটো ভ্যান বিক্রি করে ৮০ হাজার টাকা খোয়ালেন তিনি। জানা গেছে, জীবননগর উপজেলার হাসাদাহ বাজার পাড়ার মোছা মন্ডলের ছেলে শাওন (২৫) অটোভ্যান চালিয়ে সংসার চালান। কিছুদিন আগে একটি এ্যানড্রেড মোবাইল ক্রয় করে শাওন। গত পরশু বৃহস্পতিবার মোবাইলে দেখতে পায় যে, গরিব ও অসহায় দরিদ্র পরিবারের সদস্যদেরকে সাহায্য করে তারা। এই ভিডিও ধারণ গুলো শাওন দেখে তাদেরকে জানান যে, সে গরিব মানুষ সংসার ঠিকমত চলছেনা। তাকে কিছু টাকা দিয়ে সাহায্যর আহ্বান করেন। প্রতারকরা শাওনকে ২ লক্ষ টাকা সাহায্য করবে বলে জানায়। এবং ২ লক্ষ টাকা নিতে হলে শাওনকে বর্তমান ডলার ভাংন খরচ বাবদ ৭ হাজার টাকা পাঠাতে হবে বলে জানান প্রতারকরা। শাওন সরল মনে তাদের কথা বিশ্বাস করে ৭ হাজার টাকা তাদেরকে পাঠিয়ে দেয়। দুবাই থাকা প্রতারকরা শাওনকে জানায় তোমার বিষয়টি গুরুত্ব ভাবে নেয়া হয়েছে, তোমার টাকা ২ লক্ষ স্থানে ৩ লক্ষ করা হয়েছে। তোমার ছবি, আইডি কার্ডের ফটো কপি পাঠাও।এবং যেহেতু টাকার এমাউন্টও বেশি এইজন্য তোমাকে আরো টাকা পাঠাতে হনে। অটোচালক শাওন দুবাই থাকা প্রতারকদের কথা মত অটোভ্যান বিক্রি করে কয়েক দফায় বিকাশ নম্বরে ৮০ হাজার টাকা পাঠায়। প্রতারিত শাওনের বাড়ীর লোকজন ঘটনার খবর তিনারা টের পায়নি। শাওনের অটোভ্যান বাড়ীতে না আনায় বিষয়টি সামনে আসে। এবং পরিবারের সবাই মানুষিক ভানে ভেঙ্গে পড়েন।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.