ঝিনাইদহে বিকাশ প্রতারণা করে হাতিয়ে নিলো ২০ হাজার টাকা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় বিকাশ প্রতারণা করে হাতিয়ে নিলো ২০ হাজার টাকা। ঘটনার পর ঝিনাইদহ সদর থানায় জিডি করেও উদ্ধার হয়নি ওই ব্যক্তির টাকা। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারে হতাশা আর আতঙ্ক বেড়েছে।

ভুক্তভোগী পাগলাকানাই সড়কের আব্দুল মালেকের ছেলে রফিকুল ইসলাম জানান, গত ২০ মার্চ সকাল ১০.৩২ মিনিটের সময় আমার বিকাশ একাউন্ট ০১৭২১-৮৫৬৭১০ নম্বরে অপরিচিতি ০১৮২৭-৯৭৮৯৭২ নম্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে। আমি তার পরিচয় জানতে চাইলে সে জানায় আমি একজন বিকাশ অফিসার আমি বিকাশ অফিস থেকে বলছি আপনার বিকাশ একাউন্টে একটু সমস্যার কারণে আপনার বিকাশ একাউন্ট নম্বরটি আমরা বন্ধ করে দিয়েছি। তারপর আমি আমার কর্মব্যস্ততা দেখিয়ে আমি ফোনটির সংযোগ বিচ্ছিন্ন করি। অতঃপর আমি ঝিনাইদহের বিকাশ অফিস এ গিয়ে বিষয়টি জানানোর পর তারা আমাকে জানায় আমার একাউন্টে কোন ব্যালেন্স নেই এবং ৫০ টাকা মিনিমাম ব্যালেন্স ক্যাশ ইন করতে বলে। অথচ ইতঃপূর্বে আমার মোবাইলের বিকাশ একাউন্টে ২১,০৪৩.৬৭ টাকা ছিল। এ ব্যাপারে তদন্তের দায়িত্বে থাকা ঝিনাইদহ সদর থানার এসআই জাকারিয়া তদন্ত চলমান রয়েছে মর্মে সাংবাদিকদের জানিয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More