ঝিনাইদহে স্বতন্ত্র মেয়র প্রার্থীর বাড়িতে হামলার ঘটনায় আ.লীগের নিন্দা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলার নিন্দা জানানো হয়েছে। গতকাল বুধবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে ওই হামলার সাথে ঝিনাইদহ আওয়ামী লীগের কোন নেতা-কর্মী জড়িত নয় বলে স্পষ্টভাবে জানানো হয়। সভায় বলা হয়, যারা হামলা ভাঙচুর করেছে ভিডিও ফুটেজে তা স্পষ্ট আছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে বর্ধিত সভা থেকে। বর্ধিত সভা শেষে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রয়াত ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার বাড়িতে যান এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি,  সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, খালেদা খানম এমপি, শফিকুল আজম খান চঞ্চল এমপি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আজিজুর রহমান, সিনিয়র সহসভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মকবুল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশিদসহ জেলা আওয়ামী লীগের নেতৃন্ন্দ। এ সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলসহ জাহিদ হোসেন মুসা মিয়ার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত রোববার রাতে ঝিনাইদহ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। ঘটনার দিন হিজল অভিযোগ করেন নৌকার মিছিলের পর তার বাড়িতে হামলা করে। ওইদিন বিএনপি নেতা ইপিআর ও আওয়ামী লীগের কর্মী আসলামকেও মারধর করা হয়। ঘটনার চারদিন পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ হিজলের বাড়িতে গিয়ে সহানুভুতি ও ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয় বলে দাবি করলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More