ঝিনাইদহ শৈলকুপার টিকটক বস আশরাফুল ম-ল রাফির সর্বোচ্চ শাস্তির দাবি

ঝিনাইদহ প্রতিনিধি: টিকটক বসক্ষ্যাত আশরাফুল ম-ল ওরফে রাফির বাড়ী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাদপাড়া গ্রামে। তার নারী পাচার ও টিকটক কা-ে পুরো এলাকা থমথমে হয়ে গেছে। এলাকাবাসী রাফির এহেন কর্মকান্ডে যেমন অবাক হয়েছে অন্যদিকে ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেছে। রাফিসহ এ সিন্ডকেটের সদস্যদের সর্বোচ্চ শাস্তির দাবী ও টিকটিক মতো অশ্লীল অ্যাপস বন্ধের দাবি করেছে পাড়া-প্রতিবেশী ও জনপ্রতিনিধিরা।
জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাদপাড়া গ্রামের হতদরিদ্র আইনউদ্দিন ম-লের ছেলে আশরাফুল ইসলাম ওরফে রাফি ওরফে বস রাফি। ৭ ভাই-বোনের মধ্যে (চার ছেলে তিন বোন) সবচেয়ে ছোট রাফি। পরিবার সূত্রে জানা যায়, গত প্রায় ১২ বছর আগে রাফি ভারতে কাজের উদ্দেশ্যে যায়। সেখানে প্রাইভেটকারের ড্রাইভারি করতো। বছরে দুই/তিনবার দেশে আসতো। অন্য ভাই-বোনের সাথে সম্পর্ক ভালো না হওয়ায় রাফির কাছে থাকতো তার বাবা-মা। গত ৩ বছর আগে সে বিয়ে করে কুষ্টিয়ার মেয়ে বন্যাকে। তাদের একটি দেড় বছরের ছেলে সন্তান রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানান, রাফির টিকটক ভিডিও ভাইরাল ও দেশের সবচেয়ে বড় নারী পাচার সিন্ডিকেটের সাথে সম্পৃক্ততার খবরে আমরা গ্রামবাসী একদিকে যেমন হতভম্ব অন্যদিকে প্রচন্ডভাবে ক্ষুব্ধ। তারা দরিদ্র পরিবার। হঠাৎ গত দেড় বছরে গ্রামে চোখধাধাঁনো বাড়ী করে সে। চলাফেরাও ছিলো অন্য ৮-১০ জনের মতো না। আমাদের এলাকার মান-সম্মান যে ধুলোয় মিশিয়ে দিয়েছে এমন কুলাঙ্গারের আমরা সর্বোচ্চ শাস্তি দাবী করছি। এলাকার উঠতি বয়সী তরুণ অনিক বলেন, অশ্লীলতা, নোংরামির আরেক নাম টিকটক। সরকারের উচিত খুব দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। অন্যথায় খুব বড় ক্ষতি হয়ে যাবে সমগ্র জাতির। শৈলকুপা সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হাসান মামুন বলেন, এরা মানুষ না। মানুষ রুপী হায়না। নোংরা টিকটকসহ অশ্লীলতা আমরা কোনোভাবেই সাপোর্ট করি না। এরপর আবার নারী পাচারের হোতা রাফি। সে আমাদের এলাকার ভাবমুর্তি ক্ষুণœ করেছে। সরকারের উচিত রাফিসহ সকল সম্পৃক্তদের কঠিন থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা। তিনি আরো বলেন, রাফি ভারতের ব্যাঙ্গালুরু থেকে বাংলাদেশে এসে ঝিনাইদহের বাড়ীতে অবস্থান করে। পরে তাকে ঝিনাইদহের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার এইড কমপ্লেক্সে নিয়ে রাখা হয়। সেখান থেকে ঢাকা র‌্যাব তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যায়।
উল্লেখ্য, উঠতি বয়সী ছেলে-মেয়েদের বাঁচাতে ও পরবর্তী প্রজন্মের সুরক্ষায় টিকটক, লাইকির মতো অ্যাপস বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনের আয়োজন করে ঝিনাইদহ বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More