টিকা নিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ও উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনসহ যুবলীগ নেতৃবৃন্দ করোনাভাইরাস টিকা গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী হাসপাতালে তারা টিকা গ্রহণ করেন। টিকা দিয়ে নিজেকে গর্বিত অনুভব করছি উল্লেখ করে এমএ খালেক বলেন, নিজের ভেতর একটা আন্দাজ ছিলো যে টিকা নেয়ার পরে কিছু পাশর্^প্রতিক্রিয়া হয়তো থাকবে। কিন্তু টিকা গ্রহণের সময় তেমন ব্যথা পাইনি, অপরদিকে কোনো খারাপও কিছু নেই।
জাতির জনকের কন্যার দৃঢ় ও দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ টিকা পেয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিশে^র উন্নত দেশের কাছে করোনাভাইরাস টিকা এখনও অধরা। তারা চেষ্টা করেও টিকা পাচ্ছেন না। এটা যুগপযোগী টিকা তাই আমাদের দেশের মানুষ অবশ্যই ভাগ্যবান যে তারা টিকা নিতে পারছেন। তাই টেনশন ও আতংকিত না হয়ে নির্ভয়ে সকলকে টিকা নেয়ার আহ্বান জানান তিনি।
টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদসহ যুবলীগ নেতৃবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More