ট্যাংক নির্মাণ শেষ হলে পৌরবাসীর আর পানির সমস্যা থাকবে না

চুয়াডাঙ্গা পৌরসভায় উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে মেয়র জিপু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৬ লাখ ৮০ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ওভারহেড ট্যাংক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর পানি শোধনাগারে এ ট্যাংক নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। ইউজিআইআইপি-৩ এর অর্থায়নে এ নির্মাণকাজ উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী বলেন, চুয়াডাঙ্গা পৌরসভায় পানির সমস্যা দীর্ঘদিন ধরে। এ ওভারহেড পানির ট্যাংকটির কাজ সম্পন্ন হলে আশা করি আর পানির সমস্যা থাকবে না। আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজও প্রায় শেষ। খুব শীঘ্রই উদ্বোধন করা হবে। পৌরসভার পানির সেবা উন্নত হতে যাচ্ছে। এই কাজগুলো যেন মানসম্পন্ন হয়। সেজন্য পৌরসভার তদারকির পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কাজ তদারকি করা হচ্ছে। কাজের মানের সাথে আমরা কখনও আপস করি না। আপনারা ইতোমধ্যে দেখেছেন আমরা পৌর এলাকার যে সকল উন্নয়ন কাজ করছি সেগুলো সাধারণ মানুষকে সম্পৃক্ত করেছি। কারণ সাধারণ মানুষ এখন অনেক সচেতন। তারা তাদের কাজ ভালোভাবে বুঝে নিচ্ছেন। যার কারণে এখনকার উন্নয়ন কাজের মান অনেক উন্নত। চুয়াডাঙ্গা পৌরসভার সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করছি আমরা। ইতোমধ্যে শহরের লাইটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলের টেন্ডার হয়ে গেছে। সেখানে একটি বিশাল মার্কেট নির্মাণ করা হচ্ছে। খুব অচিরেই ডাম্পিং স্টেশনের কাজ শুরু হবে। এখান থেকে তৈরি হবে জৈব সার ও জ্বালানি গ্যাস। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সব সেক্টরে একের পর এক উন্নয়ন করছেন। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় একশ এক কোটি টাকার কাজ চলমান। আরও ৪৭ কোটি টাকা বরাদ্দ পাচ্ছি আমরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শেখ ফরিদ, চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু। চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সহসভাপতি জগলুর রহমান জগলু, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, রাশেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নাজরিন পারভীন, আবুল হোসেন, সুলতানারা রতœা, শাহিনা আক্তার, শেফালী খাতুন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ প্রমুখ। শেষে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ফলক উম্মোচন করে ৬৮০ ঘনমিটার বা ৬ লাখ ৮০ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ওভারহেড ট্যাংক নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More