ডেকোরেটর ব্যবসায় ধস : কষ্টে চুয়াডাঙ্গার ১০ হাজার শ্রমিক

স্টাফ রিপোর্টার: করোনা চাল ডাল তেল নুন ছাড়া প্রায় সব ধরণের ব্যবসায় ধস ধরিয়েছে। এর মধ্যে পথে বসার উপক্রম হয়েছে ডেকোরেটর ব্যবসায়ীদের। অবশ্য এ ব্যবসার উপকরণ ভাড়া না হলে ঘরে মজুদই থাকে, তারপরও আয় না থাকার কারণে ব্যবসায়ীদের পূর্বে গোচ্ছিত টাকা ভেঙে খেতে হচ্ছে। আর এই ব্যবসা সংশ্লিষ্ট শ্রমিক-পাচকদের একেবারেই রোজগার না থাকায় দিন কাটছে কষ্টে।
চুয়াডাঙ্গা জেলা ডেকোরেটর ব্যবসায়ী সমিতির সভাপতি রিচার্ড রহমান বলেন, ডেকোরেটর ব্যবসার সাথে জড়িত প্রায় ১০ হাজার শ্রমিক। করোনা ভাইরাসের কারণে ব্যবসা না থাকায় শ্রমিকরা বেকর হয়ে পড়েছেন। জেলায় মোট ডেকোরেটর ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৬৫। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১২৫, দামুড়হুদা উপজেলায় ৮০, আলমডাঙ্গা উপজেলায় ৯০ ও জীবননগর উপজেলায় ৭০টি। করোনার কারণে ৪/৫ মাস একেবারেই অনুষ্ঠানাদি নেই। প্রথম দিকে কিছু ছুন্নতে খৎনার আয়োজন করা হলেও শেষ পর্যন্ত তাও বন্ধ করে দেয়া হয়। ফলে একেবারেই ব্যবসা নেই। কবে নাগাদ হবে তারও কোন নিশ্চয়তা নেই। এ অবস্থায় চলতে থাকলে ডেকোরেটর ব্যবসা গোটানো ছাড়া গত্যন্তর থাকবে না বলে মন্তব্য করে একজন ব্যবসায়ী বললেন, এ ব্যবসার সংশ্লিষ্ট শ্রমিকদের দিন কাটছে কষ্টে। পাচকদের কষ্টের শেষ নেই। এরা না পারছে হাত পাততে না পারছে দু বেলা দুমুঠো খাবার জোগাড় করতে। শ্রমিকদের অনেকে পেশা পাল্টানোর কথা ভাবলেও এদের সে উপায়ও নেই। তাছাড়া অনেক ডেকোরেটর ব্যবসায়ী আছেন যাদের রয়েছে ঋণের বোঝা। ব্যবসায় ধস নামার কারণে ঋণের বোঝা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More