মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডের রাজনীতিতে যখনই অচলাবস্থা দেখা দেয়, ইতিহাস বলে—শেষমেশ সেনাবাহিনীই ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়। ১৯৩২ সালে নির্বিচার রাজতন্ত্রের অবসান হওয়ার পর দেশটিতে অন্তত ১২ বার সেনা অভ্যুত্থান হয়েছে, যার মধ্যে দুটি হয়েছে গত দুই দশকে। এখন আবারও প্রশ্ন উঠছে-থাইল্যান্ড কি নতুন করে আরেকটি সেনা অভ্যুত্থানের দিকে এগোচ্ছে? গত ১ জুলাই থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পায়েতংতার্ন শিনাওয়াত্রাকে সাময়িকভাবে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেন। আদালত তার বিরুদ্ধে দায়ের করা একটি পিটিশনের চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এর আগে, গত ১৮ জুন ক্ষমতাসীন জোটের দ্বিতীয় বৃহত্তম দল সরকার ছেড়ে বিরোধী দলে যোগ দেয়। ফলে সংসদের নিম্নকক্ষে মাত্র ছয় আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টিকে আছে জোট।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.