দর্শনা অফিস: সম্প্রতি দর্শনার প্রায় প্রতিটি পাড়া-মহল্লা ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটছে। প্রতি রাতেই কোথাও না কোথায় ঘটছে চুরি। কোনভাবেই যেন থামানো যাচ্ছেনা চোরচক্রের সদস্যদের। বাসা-বাড়ি ও দোকান-পাটে চুরির পাশাপাশি সড়কের সোলার লাইট ও ব্যাটারি চুরির যেন হিড়িক পড়ে গেছে। দেরীতে হলেও নড়েচড়ে বসেছে দর্শনা থানা পুলিশ। পুলিশ রাতভর ঝটিকা অভিযান চালিয়েছে পৌর এলাকার বিভিন্ন মহল্লায়। এ অভিযানে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ৫ চোরকে। উদ্ধার করেছে সোলার লাইট ও ব্যাটারিসহ বিভিন্ন মালামাল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গত শুক্রবার রাত ২টা থেকে ভোর পর্যন্ত দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালান শহরের বিভিন্ন মহল্লায়। এ অভিযানে গ্রেফতার করা হয় ঈশ্বরচন্দ্রপুরের আখতারুল ইসলামের ছেলে শিপন মিয়া (২৫), হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (১৯), সাইদুর রহমানের ছেলে আকাশ (১৭), আমিরুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (১৭) ও মোবারকপাড়ার সেলিম উদ্দিনের ছেলে হামিদুল ইসলামকে (২৮)। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি সোলার এনার্জি ওপারেটেড এলইডি ল্যাম্পসহ চার্জার ব্যাটারি, ১টি এল সেট যন্ত্রাংশ, ১টি স্ক্রু ড্রাইভার, ৩টি সোলার লাইটের ফ্রেম, ৩ সেট চার্জার ব্যাটারী, ০৬ সেট চার্জার ব্যাটারী ও ১টি পাম্প মেশিন। এ ঘটনায় গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে গতকালই দর্শনা থানায় দায়ের করা হয়েছে মামলা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.