স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার দর্শনা থানার রামনগর মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই অভিযানে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৪ টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের চালকের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ২২ হাজার টাকা জরিমানা করে ট্রাফিক পুলিশ। সংশ্লিষ্টরা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট রিয়াজুল, সাব-ইন্সপেক্টর আমানতসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানে সহযোগিতা করে দর্শনা থানা পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকল চালককে লাইসেন্স সঙ্গে রাখা, হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.