দর্শনা অফিস: দর্শনায় জামায়াতে ইসলামীর কর্মী শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮ টার দিকে দর্শনা ডিএস সিনিয়র ফাজিল মাদরাসা ভবনের ৩য় তলার হলরুমে অনুষ্ঠিত এ কর্মিশিবিরে প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির, চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী রুহুল আমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি দেশের মানুষের যে ভালোবাসা দিনদিন বৃদ্ধি পাচ্ছে তা ধরে রাখতে হবে আমাদের। মনে রাখতে হবে আমরা ইনসাফ ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী। জনগণের ভালোবাসা আমাদের মূল সম্পদ। তাই জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন ঘটবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। দাওয়াত ও জনসেবার মাধ্যমে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতি ফলন ঘটবে গোপন ব্যালোটে। জামায়াতে ইসলামী সাম্প্রদায়ীকতায় বিশ্বাসী নয়, জামায়াত সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠায় বিশ্বাসী। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। একটি শোষণ ও বঞ্চনা মুক্ত সমাজ উপহার দেবো আমরাই। যোগ্যতার ভিত্তিতে যেমন চাকরির বন্দোবস্ত করতে করবো, ঠিক তেমনিভাবে দুর্নীতি মুক্ত সমাজ ও প্রশাসন গড়বো ইনশাল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির, দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। দর্শনা সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু সহকারী সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম জাহিদুল ইসলাম, সাহিকুল আলম অপু, সেক্রেটারি দবির উদ্দিন প্রমুখ।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.