দর্শনা অফিস: দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনায় ৪ সদস্যের অ্যাডহক কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে কমিটি দায়িত্বভার করেছে। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নবঘোষিত কমিটির নেতৃবৃন্দকে। সদস্য সচিব হুমায়ুন কবীর, অভিভাবক সদস্য অপু সুলতান ও শিক্ষক প্রতিনিধি সদস্য হাফিজুর রহমান। দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, অন্যতম সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার, সাংবাদিক শরীফ উদ্দীন, প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফারুখ আহমেদ, সাবেক ভিপি হারুন অর রশিদ, নাজমুল হুদা, জহুরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের অফিস উদ্বোধন
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.