দামুড়হুদার ইকোপার্কে নিহত যুবকের ইচ্ছে মোটরবাইক দুর্ঘটনায় যেন মৃত্যু হয় ফেসবুকে জানিয়েছিলো তার বন্ধুকে

রতন বিশ্বাস: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর ডিসি ইকোপার্ক সড়কে আম বোঝাই পিকআপের ধাক্কায় ইকবাল হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার বিকেলে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হওয়ার ইচ্ছে। সেভাবেই মৃত্যুও হয়েছে। এদিকে মৃত্যুর কয়েকদিন আগে ফেসবুকে কথোপকথন হয়েছিলো তার এক ফেসবুক বন্ধুর সাথে। কথোপকথনের পোস্টটি গতকাল ইকবাল সড়ক দুর্ঘটনায় মারা যাবার পর তার ফেসবুক বন্ধু ংযধৎহধষু শযধঃঁহ ইকবালের ব্যবহৃত ফেসবুক আইডি হরষষ শধসৎঁষ এ ফেসবুক টাইম লাইনে তিনি এই আবেগঘন স্ট্যাটাস দেন। সেটি তুলো ধরা হলো- সেখানে ইকবালের বন্ধু ংযধৎহধষু শযধঃঁহ লিখেছে তোকে অনুরোধ করতাম জোরে বাইক চালাবি না; কিন্তু তুই বলতি তোর দুইটা শখ। একটি গান করা আর একটি বাইক এক্সসিডেন্ট করে মরার ইচ্ছে। আমাকে বলতো ঝুড়ি নিয়ে হাড় মাংস গোছানোর জন্য। শেষ পর্যন্ত সেটাই হলো। আল্লাহ এভাবে যে কাউরের মনের ইচ্ছে পূরণ করে আমি কল্পনাও করতে পারি নাই ভাই। কথোপকথনে ইকবালের হরষষ শধসৎঁষ ফেসবুকে গোবর গনেশ সম্বোধন করে কথোপকথন হতো। ইকবাল লেখে এভাবে তাড়িয়ে দিয়েন না। দেখবেন সব অভিমান নিয়ে একদিন হুট করে চলে যাবো সবাইকে ছেড়ে। ংযধৎহধষু শযধঃঁহ লেখে এতো জোরে কেন বাইক চালাস। ইকবাল বলে মরতে ইচ্ছে হয়। এক পর্যায়ে ইকবাল লেখে আমি ঈদের পর মারা যাবো। ইকবালের বন্ধু ইমন খান হৃদয় বলেন, কালকে ইকবাল মারা যাবার পর তার ফেসবুক আইডির টাইম লাইনে কথোপকথনের স্কিনসট দিয়েছে তার ফেসবুক বন্ধু। সেখানে তার ইচ্ছের কথা তুলে ধরেছে তার বন্ধু। আসলে তার ইচ্ছের সাথে মৃত্যু যে কাকতালিয়ভাবে মিলে যাবে ভাবতেই কষ্ট হচ্ছে। উল্লেখ্য গত বুধবার বিকেল ৫টার দিকে তালসারি ডিসি ইকোপার্ক সড়কে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন ইকবাল। এ সময় বিপরীত দিক থেকে আসা আম বোঝাই একটি পিকআপের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে আছড়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ইকবাল।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More