দামুড়হুদার কার্পাসডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন এরশাদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস। মেধাবীদের অনুপ্রাণিত করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে অদম্য মেধাবীদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। মেধাবীদের ভালো রেজাল্ট করার পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকরা বিশেষ অবদান রেখেছেন। অভিভাবক ও শিক্ষক সমাজকে শুধু ভালো রেজাল্ট নয়, ছাত্রদের নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য যুবদল নেতা মো. শামীম। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৯জন জিপিএ-৫ প্রাপ্তদেরকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া কার্পাসডাঙ্গা ইউনিয়ন শাখার মানবসেবা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের আয়োজনে কার্পাসডাঙ্গা ২ কেন্দ্রে যেসকল শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় কার্পাসডাঙ্গা হাইস্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় কার্পাসডাঙ্গা এলাকার সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দসহ ঈযঁধফধহমধ ংপরবহপব ্ ৎড়নড়ঃরপং পষঁন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More