দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মতবিনিময়সভায় বিভাগীয় কমিশনার – বর্তমান সরকারের আমলে দেশের কেউ গৃহহীন থাকবে না

কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে কার্পাসডাঙ্গায় দামুড়হুদা উপজেলার ভূমিহীন-গৃহহীনদের জন্য নির্মিত ঘরের উপকারভোগীদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য সকল ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে গৃহনির্মাণ করে দিচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশের কেউ গৃহহীন থাকবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন কোনো অসহায় গরীব যেনো গৃহহীন না থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে বঙ্গবন্ধু সেই স্বপ্ন বাস্তাবায়ন করছেন। প্রকল্পের আওতায় উপজেলায় ভূমিহীন-গৃহহীন দরিদ্রকে ৩২টি গৃহনির্মাণ করে দেয়া হচ্ছে। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) মহি উদ্দিন, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক এমএ গফুর, হাদিকাতুল বালিকা মাদরাসার সুপার মাও. নুরুল আমিন, কার্পাসডাঙ্গা কলেজের প্রভাষক গিয়াস উদ্দিন, ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম, মো. মহিবুল্লাহ শরিফ উদ্দিন, জেসমিন আরা, আকলিমা খাতুন, ইউপি সচিব মহি উদ্দিন, নাজির ওমর ফারুক, আওয়ামী লীগনেতা সরোয়ার হোসেন, নাজমুল সালেহীন, ইউপি সদস্য আব্দুল হাকিম, মুকুল মোল্লা, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান বিশ্বাস, সাংবাদিক মনিরুজ্জামান ধীরু, ইকরামুল হক পিপুল, এমএ জলিল, শিক্ষক মনিরুজ্জামান, মোজাম্মেল শিশির, রতন বিশ্বাস, মেহেদী হাসান মিলন, ইকবাল রেজা, সালাউদ্দিন, যুবলীগনেতা দিপু, সুমন, ছাত্রলীগনেতা অপু সরকার। অনুষ্ঠানটির সঞ্চানলায় ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন। এর আগে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে কার্পাসডাঙ্গায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
বিকেলে কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘর পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার। এ সময় তিনি কবি কাজি নজরুল ইসলামের স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পন করেন।
অপরদিকে, দর্শনা জয়নগর চেকপোস্ট ও প্রস্তাবিত স্থলবন্দর পরিদর্শন করেন খুলনা বিভাগী কমিশনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. আনোয়ার হোসাইল হাওলাদার। গতকাল শনিবার দুপুর ১ টার দিকে স্ব-পরিবারে গাড়ীবহর যোগে দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকায় পৌঁছুলে স্থলবন্দর বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, উপ-কমিশনার (ভূমি) মহিউদ্দিন, জেলা এনএসআই’র উপ-পরিচালক জামাল উদ্দিন, দর্শনা পৌর মেয়র, স্থল বন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মতিয়ার রহমান, যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক রেজাউল করিম লিটন, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল বারেক প্রমুখ ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More