দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিান পরিচালিত হয়েছে। ঘরের বাহিরে আড্ডা ও অযথা ঘোরাঘুরি বন্ধ করতে গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে ,শিশু খাদ্য মজুদে অনুমোদন না থাকার কারনে বিকল্প শিশু খাদ্য ২০১৩ আইনের ৪/১২ ধারায় কার্পাসডাঙ্গা বাজারের রউফ ষ্টোর, বায়েজিদ ষ্টোর ও ইসাদুল ষ্টোরকে ৩০০ টাকা করে মোট ৯০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে তেল পাম্পের সামনে মোটর সাইকেল আরোহীদের অযথা ঘোরাঘুরিসহ কাছে গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার কারণে ৮/১০ জনকে জরিমানা করা হয়। এছাড়াও একজন মোটরসাইকেল আরোহীর বাচ্চার মুখে মাস্ক না থাকার কারনে দ-বিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০০ টাকা জরিমানা ও সতর্ক করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহযোগীতা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কার্যালয়ের অফিস কর্মকর্তা বাবর আলী এবং কার্পাসডাঙ্গা ফাঁড়ি ইনচার্জ এস আই মেজবাহুর রহমানসহ পুলিশ সদস্য

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More