দামুড়হুদার গোবিন্দহুদায় সরকারি গাছ চুরি করে বিক্রি : উন্মুক্ত সালিসে টাকা ফেরত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের কবরস্থানের স্বেচ্ছাসেবক আব্দুস সালামের বিরুদ্ধে গোপনে কবরস্থান সংলগ্ন সরকারি শিশু গাছ চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে বুধবার বিকালে গাছটি জব্দ করে দামুড়হুদা উপজেলা প্রশাসন। পরে রাতে গ্রামবাসীর উপস্থিতিতে সালিস বৈঠকের মাধ্যমে গাছটি বিক্রির টাকা ফেরত দেন অভিযুক্ত আব্দুস সালাম। ঘটনা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের জয়নূরের ছেলে আব্দুস সালাম দীর্ঘদিন যাবত গ্রামের আড়মারি নামক কবরস্থানের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় কাউকে কিছু না জানিয়ে গত মঙ্গলবার সে কবরস্থান সংলগ্ন সরকারি একটি শিশু গাছ গোপনে চুরি করে বিক্রি করে দেয়। বুধবার বিকেলে চুয়াডাঙ্গা সদরের দ্বীননাথপুর গ্রামের সুরত আলীর ছেলে মজিবুল হক (কাঠ ব্যবসায়ী) গাছটি ইঞ্জিন চালিত অবৈধযান (আলমসাধু) করে নিয়ে যাওয়ায় সময় গ্রামবাসী বাধা দেন। বিষয়টি অবগত করা হয় দামুড়হুদা উপজেলা প্রশাসনকে। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান গাছটি উদ্ধার করে জব্দ করেন। ওইদিন রাতেই গ্রামবাসীর উপস্থিতিতে উন্মুক্ত সালিস বৈঠকে গাছ বিক্রির কথা অকপটে স্বীকার করেন অভিযুক্ত আব্দুস সালাম। এ সময় গাছ বিক্রির ২৬ হাজার ৫শ’ টাকা ফেরত দেন অভিযুক্ত আব্দুস সালাম। গাছ বিক্রির টাকাটা গ্রামবাসীর সম্মতিতে মসজিদ কমিটির সভাপতি মহাসিন আলীর হাতে তুলে দেন ইউপি চেয়ারম্যান হযরত আলী। দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী বলেন, ইউনিয়নের গোবিন্দহুদা আড়মাড়িপাড়ার কবরস্থান সন্নিকটের একটি শিশুগাছ বিক্রি করে দেয়ার অভিযোগ উঠে আব্দুস সালাম নামের এক যুবকের বিরুদ্ধে। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নির্দেশনায় গাছটি জব্দ করা হয়। রাতেই গ্রামবাসীর উপস্থিতিতে আব্দুস সালাম গাছ বিক্রির ২৬ হাজার ৫শ’ টাকা ফেরত দিয়েছেন। টাকাটা স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মহাসিন আলীর নিকট গচ্ছিত রাখা আছে। আজ শুক্রবার গ্রামবাসী কবরস্থান কমিটি গঠন করবেন। ওই সময় গাছ বিক্রির টাকা কবরস্থান উন্নয়ন কমিটিকে বুঝিয়ে দিবেন। উল্লেখ্য, আ. সালাম একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে দামুড়হুদা, দর্শনা থানায় একাধিক মাদক আইনে মামলা রয়েছে। ইতোপূর্বে সে একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়েছেন। আবারো মাদক কারবারিতে সক্রিয়, বেপরোয়া হয়ে উঠেছে সে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More