নাটুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার ছাতিয়ানতলা গ্রামের মাঝির ঘাটের ৫০৫ ফুট লম্বা সরকারি রাস্তা অবশেষে অবমুক্ত করা হয়েছে। এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। গতকাল সোমবার দুপুরে ছাতিয়ানতলা মাঝির ঘাট মোড় থেকে রাস্তাটি সরাসরি ভৈরব নদী পর্যন্ত বিস্তৃত। যার দৈর্ঘ্য ৫০৫ ফুট এবং প্রস্থ সর্বনিম্ন ২৬ ফুট। এটি দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তিগত স্বার্থে জোর করে দখল করে রাখায় গ্রামের মানুষসহ পার্শ্ববর্তী গ্রামের লোকজন চরম ভোগান্তির মধ্যে পড়েছিলেন। সঠিক মাপ নির্ণয় ও রাস্তা দখল কার্যক্রম পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। রাস্তাটির ডিমার্কেশন শেষে জানান, সরকারি এই রাস্তা দখলমুক্ত করতে এক মাস সময় দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তা না ছাড়লে ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে। অপরদিকে এ প্রসঙ্গে নাটুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি জানান, উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রের নির্দেশনায় আজকের এই দখলমুক্ত কার্যক্রম পরিচালিত হয়েছে। ৬ জন দক্ষ আমিন দ্বারা মাপঝোক করে প্রকৃত রাস্তার সীমানা নির্ধারণ করা হয়। এবং পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন পর আজকে গ্রামবাসীর মাঝে শান্তি বিরাজ করছে। অবৈধভাবে রাস্তাটি দখল থাকায় ছাতিয়ানতলা-ভৈরব নদীর সেতুর সংযোগ স্থাপন বা ব্রিজ স্যানশন কার্যক্রমও দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বলে জানা গেছে। সরকারি রাস্তা অবমুক্ত হওয়ায় ছাতিয়ানতলা গ্রামবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রশিদ, ৮নং ওয়ার্ড সভাপতি বিএনপির সভাপতি কাওসার আলী,সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউপি সদস্য শাখাওয়াত হোসেন ও সাবেক মেম্বার জবেদ আলীসহ গ্রামবাসী।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.