দামুড়হুদার বিভিন্ন সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী পৃথক অভিযান প্রায় ৩১ লাখ টাকার মাদকসহ চোরাই পণ্য জব্দ

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা, বড়বলদিয়া, ফুলবাড়ী এবং রুদ্রনগর, বাজিতপুর ও চুয়াডাঙ্গা শহর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানপণ্য জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩০ লাখ সাতাত্তর হাজার ৭৩৫ টাকা। গত সোমবার (৪ আগস্ট থেকে গতকাল ৬ আগস্ট) অভিযান চালিয়ে এসব মালামাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র সহকারী পরিচালক হায়দার আলী গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এক প্রেসবিজ্ঞতিত্বে জানান, সোমবার থেকে গতকাল বুধবার বিজিবি’র টহলদল জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা, বড়বলদিয়া, ফুলবাড়ী, রুদ্রনগর ও মেহেরপুরের বাজিতপুর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা ও চুয়াডাঙ্গা শহর এলাকায় অভিযান চালিয়ে ১.২৪০ কেজি ভারতীয় হেরোইন, ২১ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৮৮ পিস নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, ৩ বোতল ভারতীয় মদ, ১১ পিস ভারতীয় শাড়ী, ২২৩৮ পিস বিভিন্ন প্রকার সিটিগোল্ডের আইটেম, ৫৮০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, পাতারবিড়ি ও খাদ্যসামগ্রী ছাড়াও অন্যান্য চোরাচালানপণ্য পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে। তিনি আরও জানান, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় সক্রীয় মাদক ও অন্যান্য চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সম্ভাব্য পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি’র এ ধরনের আভিযানিক সাফল্য শুধু বাহিনীর পেশাদারিত্বের প্রমাণ নয় বরং এটি সীমান্ত এলাকাকে অবৈধ কর্মকান্ডমুক্ত রাখার রাষ্ট্রীয় প্রতিশ্রুতির বাস্তব রূপ। সীমান্তে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More