দামুড়হুদার হরিরামপুরে পানিবাহী রোগ প্রতিরোধে বিশুদ্ধ নিরাপদ পানি

রতন বিশ্বাস: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হরিরামপুরে পানিবাহী রোগ প্রতিরোধে ব্যতিক্রমী এক উদ্যোগে বিশুদ্ধ নিরাপদ পানি ব্যবহার করছে গ্রামবাসী। পাইপলাইন ওয়াটার সাপ্লাই সিস্টেমের মাধ্যমে নিরাপদ পানি ব্যবহার করে গ্রামবাসী পানিবাহিত রোগ থেকে নিরাপদে রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় ডিসি ইকোপার্কের হরিরামপুর গ্রামের মাঝপাড়ায় ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় EGCSC IN WASS-এর প্রকল্পে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভিসিডি ও হরিরামপুর পাইপলাইন ওয়াটার সাপ্লাই ব্যবস্থাপনায় প্রায় একশত ফুট একটি বড় পানির ট্যাঙ্কি রয়েছে। যার মাধ্যমে পুরো গ্রামে টেপের মাধ্যমে আর্সেনিকমুক্ত পানি সরবরাহ হচ্ছে। গ্রাম ঘুরে বোঝা যাচ্ছে না এটি একটি গ্রাম। মনে হচ্ছে শহরের একটা সুন্দর মহল্লা। এই পানি প্রায় ৩শত পরিবার ব্যবহার করছে নানান প্রয়োজনে। গ্রামের এক গৃহিণী জানান, এই পানিতে কোনো আর্সেনিক নেই। পানি পান করা ছাড়াও ভাত তরকারি রান্না করে থাকি। তবে মজার বিষয় হচ্ছে এই পানি দিয়ে ভাত রান্না করলে ভাত ধবধবে শাদা হয়। ভাত দেখতে খুব সুন্দর লাগে বলে তিনি জানান। সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা মো. সবুর আলী জানান, আমি মেম্বার থাকাকালীন ২০১৪ সালে পরিষদ থেকে আমাদের গ্রামে এই প্রকল্পটি নিয়ে আসি। গ্রামবাসী সকলে এই সুন্দর পানি ব্যবহার করে থাকি। এই পানি ব্যবহারের কোনো পানিবাহী রোগ হয় না। প্রায় ৩শত পরিবার ব্যবহার করি এই পানি। ট্যাঙ্কিতে পানি তোলার জন্য বিদ্যুত বিল এবং এটি দেখা শোনার জন্য একজনকে বেতন দেয়ার জন্য বছরে কোন পরিবার ৫০ টাকা আবার কোনো পারিবার ১শত কিংবা ২শত টাকা দিয়ে থাকে। সারাদিন এই পানি সাপ্লাই দিয়ে থাকে। তিনি আরও জানান, আশপাশে কোনো ইউনিয়নের মানুষজন মনে হয় না; এতো সুন্দর পানি পাচ্ছে। ইউপি সচিব নাইম হাসান জানান, এই পানি নিতে পাশের গ্রাম থেকে লোকজন আসে। ছেলে-মেয়েরা বোতলে করে এই পানি স্কুলে নিয়ে যায়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More