ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার হুদাপাড়া গ্রামে ৯ কাঠা জমির ওপর দৃষ্টি নন্দন জামে মসজিদের নতুন ভবন ৩ কোটি টাকা ব্যয়ে ছাদ ঢালাই কাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়ার দক্ষিণপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। এ সময় পুরো মহল্লার লোকজন ছাদ ঢালাইয়ের শ্রমিকদের সাথে স্বেচ্ছাশ্রমে নেমে পড়ে কাজ শুরু করেন। মসজিদ কমিটির সভাপতি কিতাব আলী জানান মহল্লাবাসীর প্রচেষ্টায় মসজিদটি নির্মাণ করা হচ্ছে। মসজিদের পুরো কাজ শেষ করতে ৩ কোটি টাকার ওপর ব্যয় ধরা হয়েছে। ইতি মধ্যই ২ কোটি টাকার কাজ শেষ হয়েছে। বাকি কাজ সম্পূর্ণ করতে এখনো এক কোটি টাকার ওপরে। আমি এলাকার প্রবাসীসহ বড় বড় ব্যবসায়ী ও দানবীর লোকদের আহ্বান করছি আমাদের মসজিদ ভিজিট করে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। এ সময় আরও উপস্থিত ছিলেন আপেল হোসেন, নাজমুল হক গ্যাগার, বাবু ও জাহিদুল ইসলামসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.