দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাতীয় প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষ্যে র্যালি, আলোচনাসভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় (জগঞচ) পরিবেশবান্ধব ও নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি সম্প্রসারণকল্পে এগ্রোকোলাইজিক্যাল লার্নিং সেন্টার প্রতিষ্ঠা শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্পের আওতায় দিবসটি পালন করা হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় ও ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় গো-গ্রীন সেন্টার চত্বরে দিবসটি পালন করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ্, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চা সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক লাইলা পারভীন, ওয়েভ ফাউন্ডেশনের গো-গ্রীন সেন্টারের জ্যৈষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, এগ্রো ইকোলজি প্রকল্পের ফিল্ড সমন্বয়কারী সাখাওয়াত হোসেন প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.