দামুড়হুদায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার দামুড়হুদা উপজেলা বিএডিসি হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কমসূচি অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিক ও তামাক নিয়ন্ত্রণ আইন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি ১৮বছর বয়সের নিচে কোন যুবকের কাছে তামাক জাত দ্রব্য ও ধুমপান বিক্রি না করার বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ তানি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতি.দা.) মো. হাসানুজ্জামান, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সমাজ সেবা অফিসার তোফাজ্জেল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, দর্শনা প্রেসক্লাব সভাপতি আওয়াল হোসেন, এসএম উসমান প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More