দামুড়হুদা কুড়ুলগাছির চাকুলীয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি : উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ
স্টাফ রিপোর্টার: দামুড়হুদার চাকুলীয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও ঘরবাড়ি ভাঙচুর। উভয় পক্ষ পাল্টাপাল্টি দর্শনা থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলীয়া গ্রামের হেলাল গত পরশু শুক্রবার বেলা ১১টার দিকে নিজ গ্রাম হতে ইজিবাইকে করে কার্পাসডাঙ্গা বাজারে যাবার সময় একই গ্রামের মহিমের বেয়াইন বিলকিস খাতুন আত্মীয় বাড়ি থেকে কুতুবপুর বাড়ি যাবার উদ্দেশ্যে একই ইজিবাইকে ওঠেন। এ সময় হেলালের মনে অপরিচিত মধ্য বয়সি মেয়ে দেখে তার সন্ধেহ হয়। তখন হেলাল মেয়েটির বিভিন্ন প্রশ্ন করে ও গায়ে হাত দেবার চেষ্টা করে এবং কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ তোলে হেলালের বিরুদ্ধে। এ খবর মহিমের বেয়াইন বিলকিস চাকুলীয়ায় ফিরে এসে মহিমের সাথে বলে। তখন মহিম তা প্রতিবাদ করেন। এক পর্যাযে বিষয়টি মীমাংসা হয়ে যায়। পরে সন্ধ্যার সময় হেলালের ছেলে গরু চরিয়ে মাঠ থেকে ফেরার সময় মহিমের বাড়ির সামনে পৌঁছালে হেলালের ছেলে মিনারুলকে (২০) লাঠি দিয়ে মারধর করে মহিম গং। এ সময় মিনারুলের এক কান কেটে যায় এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এদিকে মিনারুলের পিতা হেলাল খবর পেয়ে তার নিকট আত্মীয়স্বজন নিয়ে রাত ১১টার দিকে হেলাল গং মহিমের বাড়ি ও তার ছেলে মিনারুলের বাড়ি ভাঙচুর ও স্বর্ণসহ নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে দর্শনা থানায় লিখিত অভিযোগ করেন মহিম। আসামিরা হলেন-মুনছুর বিশ্বাসের ছেলে হেলাল (৪২), মো. মজে (৪৬), ফাকামিয়া (৫০), মজের ছেলে আকরাম, হেলালের ছেলে মিনারুল (২০) ও সিরাজুল ইসলামকে (৬০) আসামি করে দর্শনায় লিখিত অভিযোগ করেন মহিম। অপর দিকে গতকাল শনিবার রাত ৮টায় থানায় পাল্টা অভিযোগ করেন হেলাল। অভিযোগে উল্লেখ করেন বিকেল ৪টার দিকে মহিম গং তার বাড়ি আক্রমণ করে ১টি স্বর্ণের চেনসহ নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আবার মহিম গং সঙ্গবদ্ধ হয়ে সন্ধ্যার পর লোকজন এসে আমার শ্বাশুড়ির গলায় থাকা ১টি স্বর্ণের চেন ও টাকা এবং পরিবারের লোকজনকে মেরে পালিয়ে যায়। গতকাল শনিবার মহিম (৪৮), মিলন (২৬), শরিফ হোসেন, শখের বানু, সাদিকুল (৩০), মনিরা খাতুন, লতিফা (৩৫) এবং ফয়সাল হোসেনকে আসামি করে দর্শনা থানায় একটি এজাহার দায়ের করেন। এ ঘটনার পর থেকে মহিমের বাড়ির লোকজন গতকাল রাত থেকে ভয়ে বাড়ি ফিরতে পারছে না বলেও জানান স্থানীয়রা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.