দামুড়হুার জুড়ানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে রুহুল আমিন সবার কাছে দোয়া চাই দাঁড়িপাল্লায় ভোট চাই
স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, সবার কাছে দোয়া চাই দাঁড়িপাল্লায় ভোট চাই। আমরা ভোটের অধিকার ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এলাকায় উন্নয়ন করতে চাই, বেকার সমস্যার সমাধান করতে চাই। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত এ গণসংযোগ করেন অ্যাড. রুহুল আমিন। তিনি বলেন ২৪’র জুলাই বিপ্লবের পরও এখনো যদি কেউ রাস্তা মেরে খাই, এখনো যদি কেউ মসজিদ মেরে খাই, এখনো যদি কেউ কালভার্ট মেরে খাই, এখনো যদি কেউ বৃদ্ধভাতা মেরে খাই, এখনো যদি কেউ সার মেরে খাই, এখনো যদি কেউ হক মেরে খাই, এখনো যদি কেউ চাঁদা তুলে খাই তাহলে এটা ২৪’র গণ-অভ্যুত্থানের সাথে যায় না। তিনি বলেন ২৪’র জুলাই যতদিন থাকবে ততদিন চাঁদাবাজি আর দুর্নীতির ঠাই হবে না। ইসলামের পক্ষে ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমির মোহাম্মদ নায়েব আলী, সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মহাসিন এমদাদুল্লাহ জামেন, জুড়ানপুর সভাপতি সামিমুল হক ঝন্টু, সেক্রেটারি রাশিদুল হক, ইউনিয়ন সহকারী নির্বাচন পরিচালক সুলতান কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.