দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত

নারায়ণগঞ্জে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেলো তিন পথচারীর
স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ৩ অটোরিকশাযাত্রী ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসচাপায় তিন পথচারীর প্রাণ গেছে। এছাড়া টাঙ্গাইলের সখীপুর ও মানিকগঞ্জের সিংগাইরে দুই বৃদ্ধ, লক্ষ্মীপুরে স্কুলছাত্র, কুমিল্লার দাউদকান্দি ও রংপুরের পীরগঞ্জে দুজন, ময়মনসিংহের তারাকান্দা ও ঝিনাইদহের কালীগঞ্জে দুই যুবক এবং রাজশাহীর গোদাগাড়ীতে চিকিৎসক নিহত হয়েছেন।
চট্টগ্রাম নগরীতে বালুবাহী একটি ডাম্পার ট্রাকের ধাক্কায় চালকসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন অটোরিকশা চালক ওয়াহিদ মিয়া (৫৫), যাত্রী শহিদ মাঝি (৬২) ও আবদুল মান্নান (৪০)। ওয়াহিদ মিয়া কুমিল্লার দাউদকান্দি উপজেলার কালু মিয়ার ছেলে ও শহিদ মাঝি নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার আবদুল করিমের ছেলে। আবদুল মান্নান নগরীর বাকলিয়া থানার ভেড়া মসজিদ এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছে চারজন। বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী দুই বাসের প্রতিযোগিতায় তিন পথচারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বোরাক পরিবহন ও হোমনা সুপার সার্ভিসের আগে যাওয়ার প্রতিযোগিতায় বাসের ধাক্কায় এ তিন পথচারী নিহত হন। তারা হলেন আবুবকর সিদ্দিক (২০), ওহিদুল (৩২) ও সজীব সরকার (২৮)। এলাকাবাসী বাস দুটি আটক করেছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের চট্টগ্রামগামী লেনে বোরাক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-২৫৮৬) ও হোমনা সুপার সার্ভিসের (ঢাকা মেট্রো জ ১৪-০৯৩৭) দুটি বাস কাঁচপুর ওভার ব্রিজের ওপর কার আগে কে যাবে প্রতিযোগিতা শুরু করে। একপর্যায়ে বোরাক বাসটি ওভার ব্রিজের ঢালুতে থামিয়ে যাত্রী ওঠানো-নামানো করছিল। এ সময় হোমনা সুপার সার্ভিসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বোরাকের পেছনে ধাক্কা দেয়। এতে তিন পথচারী গুরুতর আহত হন। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ গিয়ে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুবকর সিদ্দিক কাঁচপুর রায়ের চেক এলাকার ফজল করিমের ছেলে, ওহিদুল রংপুর কোতোয়ালী থানার শ্যামপুর গ্রামের মৃত মুকুলের ছেলে এবং সজীব সরকার চাঁদপুরের উত্তর মতলব উপজেলার উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে। ওহিদুল ও সজীব কাঁচপুর এলাকায় ভাড়া থাকেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস দুটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সখীপুরে ট্রাকের ধাক্কায় নিহত শাজাহান আলী (৬০) ওই এলাকার মৃত আয়েত আলীর ছেলে। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত স্কুলছাত্র সানজামুল ইসলাম শান্ত (১৬) চররুহিতা গ্রামের নবীগঞ্জ বাজার এলাকার সুলতান আহম্মদ হাওলাদার বাড়ির সৌদি প্রবাসী আবুল বাশারের একমাত্র ছেলে। সে নোয়াখালীর একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র। সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি উপজেলার আমিরাবাদ-কচুয়া সড়কের হরিপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ সড়কে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হাতেম আলী (৭৫) বিন্নাডাঙ্গী গ্রামের বাসিন্দা। উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দার গোয়াতলায় বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ভ্যানচালক হানিফ উদ্দিন (১৯) ফুলপুর উপজেলার পয়ারী কালিবাড়ী গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
কালীগঞ্জে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত রাকিবুল ইসলাম (২৫) শহরের থানাপাড়ার মুরগিহাট এলাকার আবু বক্করের ছেলে। উপজেলার গান্না সড়কের কৃষি অফিসের সামনে শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জে ট্রাক-চাপায় নিহত রুবেল মিয়া (২৮) চারলেন সড়কে কর্মরত চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী। তিনি উপজেলার কানঞ্চগাড়ি গ্রামের মৃত সানাউল্লাহর ছেলে। পীরগঞ্জ বাসস্ট্যান্ডে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত চিকিৎসক হিরক বিশ্বাস (৪০) রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার বড় বনগ্রাম এলাকার বাসিন্দা। তিনি মহানগরীর লক্ষ্মীপুর এলাকার শারমিন নার্সিং হোমসহ উপজেলা পর্যায়ের ক্লিনিকগুলোতে রোগী দেখতেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More