দৌলতপুরে কথিত পীরের আস্তানা থেকে দুটি হরিণ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজলোর কথিত পীর তছের উদ্দিনের দরবার শরীফ থেকে ২টি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন। গতকাল বুধবার রাত ৯ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, বন বিভাগের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিনের সহযোগিতায় হরিণ দুটি উদ্ধার করেন।
বন বিভাগের র্কমর্কতা আবু বক্কর সিদ্দিক জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কল্যাণপুরে অবস্থিত তছের পীরের দরবার শরীফের ভেতরে অবধৈভাবে দুটি হরিণ পালন করা হচ্ছে। গতকাল বুধবার রাতে উপজলো প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় হরিণ দুটি উদ্ধার করি। এ ঘটনায় বন্যপ্রাণি সংরক্ষণ আইন ২০১৭ মোতাবক কথিত পীরের শ্যালক শের খাঁন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, যেহেতু এ দরবারের পীর তছের পলাতক সেহেতু তাকে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে আটক করার প্রক্রিয়া চলছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা নাসির উদ্দিন জানান, বিকেলে বন বিভাগের কর্মকর্তারা তছের পীরের দরবারে অবৈধভাবে দুটি হরিণ পালন করছেন বলে জানান। হরিণ দু’টি উদ্ধার কাজে সহযোগিতা চাইলে থানা পুলিশ হরিণ দু’টি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, তছের পীরের দরবার শরীফের মধ্যে হরিণ আছে সংবাদ দিয়ে হরিণ দু’টি উদ্ধারের জন্য বন বিভাগের র্কমর্কতারা সহযোগিতা চাইলে আমরা দু’টি হরিণ উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছি।
উল্লেখ্য, গত ৬ জুন তছের পীররে দরবারে রাশেদ (৩০) নামে এক ভক্তকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত রাশেদের বাবা সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বাদী হয়ে তাছের পীরসহ ১০ জনের নাম উল্লেখসহ ৩৫ জনকে আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করনে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করলেও কথিত পীর তছের উদ্দিনসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More