কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাটুদা হাইস্কুল থেকে অবসর জনিত বিদায় নিলেন শিক্ষক আবুল হাসান। জীবনের দুটি কঠিন সময়ের একটি প্রথমবারের জন্য হ্যালো আর শেষবারের জন্য বিদায়। তবে এ বিদায় কর্মজীবন ইতি টানার। গতকাল বৃহস্পতিবার কর্মজীবনের শেষ দিন ছিলো। সকালে বিদ্যালয়ে আবেগঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ অশ্রুসিক্ত নয়নে শিক্ষককে বিদায় দেন। বিদায়ী অনুষ্ঠানে সহকর্মী ও শিক্ষার্থীদের স্মৃতিচারণে উঠে আসে বিদায়ী শিক্ষকের বর্ণাঢ্য ক্যারিয়ারের কথা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক দবিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. হযরত আলী, শিক্ষক আবু সাদেক, মো. কামাল হোসেন, মনোয়ারা খাতুন, জাহানারা খাতুন, রুনা লায়লা, মাসুদ রানা, রাজিয়া সুলতানা, মোঃ সাঈদ উর রহমান, মতিউর রহমান, আশরাফুল হক, শামীম হোসেন, আবুল কালামসহ শিক্ষার্থীরা। উল্লেখ্য বল্লভপুর গ্রামের সন্তান শিক্ষক আবুল হাসান ১৯৯৪ সালে যোগদান করেন জীব বিজ্ঞান শিক্ষক হিসেবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.