নানা আয়োজনে চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় জাতীয় ভোটার দিবস উদযাপন

বয়স ১৮ বছর হলেই নিজ দায়িত্বে ভোটার হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার: ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়’ এ সেøাগানে জাতীয় ভোটার দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আলোচনাসভায় বক্তারা বলেন, ১৮ বছর বয়স হলে নিজ দায়িত্বে ভোটার হওয়া উচিত। স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া গর্বের বিষয়। সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্ভুল ভোটার তালিকা প্র¯ুÍত করতে হয়। দেশের সংবিধানে কারা ভোটার হবেন তা নির্দিষ্ট করে বলা রয়েছে। মানুষকে সচেতন করার জন্য দিবসটি তৃতীয় বারের মতো পালন করা হচ্ছে। ইভিএম পদ্ধতিতে ভোট হয়েছে খুবই সুন্দর হয়েছে। আঙ্গুলের ছাপ কারো সাথে কারো মিলবে না। এনআইডি নম্বর দিলেই আপনাকে খুঁজে পাওয়া যাবে। নির্বাচন কমিশন এসব কাজগুলো করে থাকে।
চুয়াডাঙ্গায় বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো, বেলুন উড়ানো, কবুতর অবমুক্তকরণ, আলোচনা সভা এবং ১২ জন নতুন ভোটারের মাঝে স্মার্টকার্ড বিতরণ। এছাড়া জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা নির্বাচন কার্যালয়ে আলোকসজ্জা করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তারেক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কার্যালযের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অধ্যক্ষ (অব.) সিদ্দিকুর রহমান, প্যানেল মেয়র-১ সুলতানা আঞ্জু রতœা ও সাংবাদিক শাহ আলম সনি বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু প্রধান অতিথি হিসেবে জাতীয় ভোটার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার ইছাহক আলী। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, প্রভাষক শরীফুল আলম মিল্টন, শাহ মো. এনামুল করীম ইনু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম আব্দুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশীদ, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) আব্দুল কাদির, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মাজহারুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, ছবির উদ্দিন, শাহরিয়ার কবির, নূর ইসলাম, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে মোবারক শিলন প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাচন অফিসের ডাটা অ্যান্ট্রি অপারেটর বিকাশ কুমার সান্তারা, আফরোজা খাতুন ও অফিস সহায়ক অরণ্য আকাশ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More