নির্ভরযোগ্য সেবাদানের জন্য প্রতিষ্ঠানের কোয়ালিটি ধরে রাখতে হবে

চুয়াডাঙ্গায় আধুনিক প্রযুক্তির পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হাছুমা হেলথ সেন্টারের উদ্বোধনকালে সিভিল সার্জন

স্টাফ রিপোর্টার: একটি পূর্ণাঙ্গ প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা ও কনসালটেশন সেন্টারের সুবিধা নিয়ে চুয়াডাঙ্গায় হাছুমা হেলথ সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের সদর হাসপাতাল রোডে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান। পরে উদ্বোধন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

হাছুমা হেলথ্ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হাসিবুল রেজা শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক উপপরিচালক ডা. সাঈদ উর রহমান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান।

হাছুমা হেলথ্ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিভিল সার্জন

অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, চুয়াডাঙ্গা জেলায় অনেক স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান হচ্ছে। তবে সকলকে প্রতিষ্ঠানের কোয়ালিটি ধরে রাখতে হবে। তাদের মধ্যে কমপিটিশন থাকতে হবে। জনগণের নির্ভরযোগ্য সেবাদানের জন্য প্রতিষ্ঠানের মধ্যে কম্পিটিশন থাকা ভালো। মানুষের সেবায় হাছুমা হেলথ্ সেন্টারের যাত্রাকে স্বাগত জানিয়ে এবং মানুষকে সুন্দরভাবে চিকিৎসা সেবা প্রদানের আহ্বান জানান তিনি।

এ সময় হাসিবুল রেজা শামীম বলেন, চুয়াডাঙ্গাবাসীর উন্নতমানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন আপনাদের সহযোগিতা। আপনাদের সহযোগিতা পেলে হাছুমা হেলথ্ সেন্টার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে রূপ নেবে। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেনো উন্নত চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করতে পারি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (এমওসিএস) ডা. সাজিদ হাসান, সদর হাসপাতালের সনোলজিস্ট ডা. শামীমা ইয়াসমিন, প্যাথলজিস্ট ডা. শিরীন জেবীন সুমি, ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাহিদ ফাতেমা রত্না প্রমুখ। এছাড়াও হাছুমা হেলথ্ সেন্টারে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম কবির।

উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মারকাজুল উলুম ইসলামিয়া মাদরাসার পরিচালক ও বেলগাছি বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সামাদ।

হাছুমা হেলথ্ সেন্টার যেসব সেবা প্রদান করবে- ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, হরমোন টেস্ট, সেরোলজি, মাইক্রোবায়োলজি, ইলেকট্রোলাইট, ইমিউনোলজি, বায়োকেমিস্ট্রিসহ প্যাথলজিক্যাল সকল পরীক্ষা-নিরীক্ষা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More