পরিবেশে রক্ষায় মেহেরপুরে যুবলীগের শেখপাড়া করবস্থানে বৃক্ষরোপণ

মেহেরপুর অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী প্রত্যেক নেতাকর্মীরা ৩টি করে বৃক্ষরোপণ করবে। প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশিত অনুযায়ী দেশব্যাপী ‘গাছ লাগাও, পরিবেশ বাঁচাও’ এই স্লোগানে কেন্দ্রীয় যুবলীগের আহ্বানে বৃক্ষরোপণ র্কমসূচি গ্রহণ করেছে। এ লক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে জেলায় ৭১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার শেখপাড়া কবরস্থানে ২ হাজার বৃক্ষ রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। শনিবার দুপুরে পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন কবরস্থান প্রাঙ্গণে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও শোভাবর্ধন গাছ রোপণ করেন।
এসময় পৌর কাউন্সিলর শাকিল বাব্বি ইভান, বাপ্পি, রিপন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও জেলা যুবলীগের সদস্য মেজরাহ উদ্দিন, ইয়ানুছ আলী, আমানুর রহমান সোহেল, সাজেদুর রহমান সাজু, সাইফুল ইসলাম উজ্জল, শেখ সারাফত, শাহাজান আলীসহ যুবলীগের নেতার্কমীরা সেখানে উপস্থিত ছিলনে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More