ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোন বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর মহিন উদ্দিন ফরায়েজির বাড়িতে এ ঘটনা ঘটে। তারা ওই বাড়ির কুয়েত প্রবাসী বেলাল হোসেনের সন্তান।
অহি দক্ষিণ জয়নগর ওয়াজেদিয়া মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ও ছহি ধর্মপুর দারুল কুরআন রাহমানির মাদরাসার নার্সাররি ছাত্রী। চার বোনের মধ্যে তারা দুজন ছোট ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মোহাম্মাদপুর ইউপির প্যানেল চেযারম্যান-২ কাজি জহিরুল ইসলাম আল মাসুদ জানান, ভোরে দুই বোন ঘরের পাশে অযু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। সকাল ৭টার দিকে পুকুর ঘাটে দুই বোনের জুতা দেখে তাদের খুঁজতে থাকেন চাচা। পরে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.