প্রকৃত শিক্ষা মানুষকে মানবিক করে গড়ে তোলে

চুয়াডাঙ্গা হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় পরির্দশনকালে সুপারভাইজার সোহেল আহমেদ

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা একাডেমিক সুপাভাইজার সোহেল আহমেদ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি সমাবেশে অংশ নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা  হলো মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ। মানব জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই আমাদের নিজেকে শিখতে হবে এবং অন্যকে শেখাতে হবে। আপনি যে কাজই করেন না কেন সর্বক্ষেত্রে শিক্ষা গ্রহণ অপরিহার্য। শিক্ষা ছাড়া জীবনের উন্নয়ন অসম্ভব। শিক্ষা ছাড়া আঁধার ঘরে তেল ছাড়া বাত্তির মত। সবাই জানে একজন মানুষের ব্যাক্তিগত জীবনে শিক্ষার গুরুত্ব ঠিক কতটুকু। আর এই শিক্ষা আমরা জীবনের প্রতি মূহুর্তে অর্জন করে থাকি। আমরা হয়তো সব সময় বুঝতে পারিনা। জন্মের পর মায়ের কোল থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা ক্ষণ আমরা প্রত্যক্ষ বা বাহ্যিক ভাবে জ্ঞান অর্জন করে থাকি। মায়ের কোল থেকে বড় হয়ে আমরা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হই। এখান থেকেই শুরু হয় আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যা ‘ছাত্র জীবন’ নামে পরিচিত। একজন ব্যাক্তির জীবনে ছাত্র জীবনের প্রয়োজনীয়তা কতটুকু তার বলার অপেক্ষা রাখে না। ছাত্র জীবনে ব্যাক্তি ও তার জীবনের লক্ষ্য স্থির করে এবং সে অনুযায়ী জীবন পরিচালিত করে। ছাত্র জীবনের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের স¤পর্ক মুদ্রার এপিট ওপিটের মত। একজন ছাত্রের শিক্ষার বিকাশ ঘটে শিক্ষা প্রতিষ্ঠানেই। জীবনে চলার ক্ষেত্রে পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয় তার অনেক কিছু এখান থেকেই শিখে নেয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকেই একজন ছাত্র বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে উঠে। শিক্ষাই একমাত্র বস্তু যা মানুষের ভালো-মন্দ স¤পর্কিত ধারনা প্রদান করে। মানবের মনে মনুষ্যত্তের সৃষ্টি করে, একজন মানুষের সামাজিক ও অর্থনৈতিক বিষয় গুলো স¤পর্ক ধারনা দেয়। শিক্ষাই মানুষকে সমাজে নিয়ম-শৃংখলা নিয়ে বাঁচতে শেখায়। সুতরাং মানব জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। একটি জাতির ভিত্তিমূল, উন্নয়ন, অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষা অর্জনের উপর। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত সভ্য এবং অগ্রসর। শিক্ষার প্রয়োজনীয়তা সার্বজনীন অপরিহার্য ও ব্যাপক। একজন মানুষকে প্রকৃত মানবিক ও সামাজিক গুণাবলী স¤পন্ন ব্যাক্তি হতে শিক্ষার কোনো বিকল্প নেই। প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মন-মানসিকতার উৎকর্ষ সাধন সম্ভব হয়। একজন মানুষ যখন সমাজে বিকশিত হয়ে উঠেন তখন তার সাথে তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রও আলোকিত হয়ে উঠে। এতে করে আরো সুবিধাবঞ্চিত মানুষেরা আলোকিত হবার সুযোগ লাভ করে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সফিকুল ইসলাম, আজিজুর রহমান, ওয়াজেদ আলী, আবুল হোসেন, শাহাবুদ্দিন, মাসুদ রানা প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More