ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে-বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও আপসহীন নেতৃত্বের প্রতীক, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মাগফেরাত কামনায় এক আবেগঘন দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে সেই নেত্রীর স্মরণ করেন, যিনি আজীবন স্বৈরাচার, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আপসহীন থেকে গণতন্ত্র রক্ষার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর ত্যাগ, সাহস ও নেতৃত্ব নতুন প্রজন্মের কাছে আজও অনুপ্রেরণার বাতিঘর হয়ে আছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ সোহানুর রহমান (সোহান), সাধারণ সম্পাদক স্বপ্নীল।
এছাড়া উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (এ্যলেন), সিনিয়র সহ-সভাপতি রিফাতুল হক রিফাত। সহ-সভাপতি জহির, সহ-সভাপতি তুষার এবং ছাত্রী বিষয়ক সম্পাদক মেঘনা।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আতিকুর, আব্দুল্লাহসহ ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার নাফিউল ইসলাম জোয়ার্দার (শান্ত) স্যার ।
এছাড়াও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী, যাদের চোখেমুখে ছিল শ্রদ্ধা, কণ্ঠে ছিল দোয়া আর অন্তরে ছিল দেশনেত্রীর আদর্শে দেশ ও গণতন্ত্রের জন্য কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয়।
দোয়া মাহফিল শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনা করা হয় এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.