বন্ধুদের নিয়ে গঠিত সংগঠন প্রতীত’র কার্যকরি কমিটির সভা

১৭ ডিসেম্বর সাধারণসভাসহ নানা কর্মসূচি গ্রহণ

স্টাফ রিপোর্টার: বন্ধুদের নিয়ে গঠিত সংগঠন প্রতীত’র সাধারণ সভা আগামী ১৭ ডিসেম্বর। গতকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত কার্যকরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া ছাড়াও বেশ কিছু কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
১৯৮৬ সালে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ’কে ভিত্তি করে গঠিত বন্ধু সংগঠন প্রতীত’র সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরদার আল আমিন, অ্যাড. ফজলে রাব্বী সাগর, অ্যাড. তালিম হোসেন, সাধারণ সম্পাদক পলাশ কুমার আগরওয়ালা, সাহেদ সালাম, সাজ্জাদুল আলম রাজু, শাহাবুদ্দিন রুবেল, ইমরোজ আহমেদ, বিটু ইসলাম, রতন আলী, সৈয়দ বিলাশ বুলবুল আহমেদ, মনোয়ার খান প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক চাঁদাসহ সাধারণ সভার জন্য রেজিস্ট্রেশন করতে সকল সদস্যকে অনুরোধ জানিয়ে বলা হয়েছে, সাধারণ সভায় আমাদের ৮৬ ব্যাচের বন্ধুদের মধ্যে যারা এখনও সংগঠনভুক্ত হয়নি তাদের সকলকে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। যথযথভাবে সংগঠনভুক্ত হওয়ার প্রস্তাবসহ প্রয়োজনে তাদেরকে আসন্ন সাধারণ সভায় আমন্ত্রণ জানানো হবে।
চুয়াডাঙ্গায় দৈনিক মাথাভাঙ্গা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় লন্ডন থেকে যেমন মোহাম্মদ সজল ভিডিও কলের মাধ্যমে সভায় যোগ দেন, তেমনই ঘাটাইল থেকেও বন্ধু দানিয়েল সভায় তার মতামত উপস্থাপন করে কার্যকরি কমিটির সভাকে প্রাণবন্ত করে তোলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More