বারাদী ইউপি নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বারাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী স্বতন্ত্র ও জাসদ প্রার্থী রয়েছে। নবগঠিত এই ইউনিয়নের ইতিহাসে এটি প্রথম নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম (নৌকা), নুরু উস সাফা (মশাল), স্বতন্ত্র প্রার্থী আরমান আলী (ঘোড়া), হাসিবুল হাসান বাবু (চশমা), নুর ইসলাম (রজনীগন্ধা) ও সালে আল আজিজ টনিক পেয়েছেন আনারস প্রতীক। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে পুষ্পরাণী (মাইক), সালমা (তালগাছ), বিউটি (হেলিকপ্টার), শাহিনা (সূর্যমুখী ফুল), পারভীনা (বক)। সংরক্ষিত ২নং ওয়ার্ডে সাগরিকা (বক), আজমিরা (মাইক), বুলবুলি (কলম), নুরজাহান (তালগাছ)। সংরক্ষিত ৩নং ওয়ার্ডে ফারজানা (বক), শাহনাজ (হেলিকপ্টার), খাদিজা (মাইক), শামসুন্নাহার (তালগাছ) প্রতীক পেয়েছেন। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে মুক্তি (ফুটবল), মোস্তাফিজুর (টিউবওয়েল), খাকছার (বৈদ্যুতিক পাখা, কাসেদ (মোরগ), আসাদুল (তালা)। ২নং ওয়ার্ডে ইমাম-উল-হক (মোরগ), আব্দুস সালাম (তালা), আশরাফুজ্জামান (ভ্যান গাড়ি), মোখলেসুর রহমান (বৈদ্যুতিক পাখা), শফি মীর (ফুটবল), শাহিন আলী (টিউবওয়েল)। ৩নং ওয়ার্ডে রিপন (ক্রিকেট ব্যাট), তারিকুল (মোরগ), আকরাম (তালা), রবিউজ্জামান বাবু (ফুটবল), শরিফুল ইসলাম (টিউবওয়েল)। ৪নং ওয়ার্ডে রিপন (ফুটবল), স্বাধীন (তালা), মুর্শিদকুলি মেঘা (মারগ) প্রতীক পেয়েছেন। ৫নং ওয়ার্ডে সাইফুল (বৈদ্যুতিক পাখা), তাহাজ উদ্দিন (মোরগ), বেলাল উদ্দিন (তালা), কামরুজ্জামান (টিউবওয়েল), নজরুল ইসলাম (ফুটবল)।
৬নং ওয়ার্ডে জাহাঙ্গীর (মোরগ), শফিকুর রহমান (তালা), শাকমান মোল্লা (ফুটবল)। ৭নং ওয়ার্ডে মিজানুর রহমান (বৈদ্যুতিক পাখা), রফিকুল ইসলাম (ফুটবল), রেজাউল (টিউবওয়েল), কামাল (মোরগ), ইয়াদ শেখ (তালা) প্রতীক পেয়েছেন। ৮নং ওয়ার্ডে সাইদুর (ভ্যানগাড়ি), শফিকুল (তালা), সোহাগ (বৈদ্যুতিক পাখা), জয়নাল (মোরগ), সিদ্দিক আজিজ বাবলু (ঘুড়ি), জাকির হোসেন (ফুটবল), হাফিজুর (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন। ৯নং ওয়ার্ডে এমদাদুল (তালা), জাহাঙ্গীর (ফুটবল), দেলোয়ার (মোরগ) ও সুলতান আলী (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More