বিদ্রোহ ও তারুণ্যের কবি আমাদের কাজী নজরুল ইসলাম

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় কবি কাজী নজরুলের জন্মবার্ষিকীর পুরস্কার বিতরণকালে ইউএনও

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা। এ সময় তিনি বলেন, বিদ্রোহ ও তারুণ্যের কবি আমাদের কাজী নজরুল ইসলাম। বাংলাকাব্যে ধুমকেতুর মতোই তার আবির্ভাব। কবি বিদ্রোহ করেছিলেন সকল অন্যায়, অসত্য, শোষণ-নির্যাতন আর দুঃখ-দারিদ্র্যের বিরুদ্ধে। কবিতা লেখার অপরাধে কারারুদ্ধ হন। বন্দি করেও থামানো যায়নি তার লেখা। চরম আর্থিক অনটন আর দুঃখ-দারিদ্র্যেও তার বাল্যকাল কাটে বলে তাকে সবাই দুখু মিয়া বলে ডাকতো। ১৯১২ সালে কবি আসানসোলের একটি হোটেলে স্বল্প বেতনে কাজ করতেন। তিনি প্রায় চার হাজারের মতো গান রচনা করেন। তার লেখা গান আজও খুব জনপ্রিয়। আমাদের রণ সংগীত ‘চল চল চল’ এর রচয়িতা তিনি। গণমানুষের এই কবি চিরকাল আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, অগ্নিবীণার প্রতিষ্ঠাতা সভাপতি ও নজরুল ভাবুক কবি ও সাংবাদিক এইচ এম সিরাজ, নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আটচালা ঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল, কবি আকলিমা খাতুন, আপেল হোসেন মেম্বার, জালাল উদ্দিন, সাংবাদিক মেহেদী হাসান মিলন, শিল্পী রঘুনাথ পাল, নিশাত সারমিন সোনিয়া, আফসানা কনা, ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আফসানা কনা। অনুষ্ঠান শেষে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের আয়োজনে নীলকুঠির নাটক পরিবেশন করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More