বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা.) অবমাননা করার প্রতিবাদে জয়রামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দামুড়হুদা অফিস: রাসুলের অবমাননায় যদি না কাদে তোর প্রাণ রাসুলের প্রেমিক নও তুমি রাসুলের দুশমন ফ্রান্সে-হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে দামুড়হুদার জয়রামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে জয়রামপুর কাঁঠালতলা বাসস্ট্যান্ড মোড় থেকে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশ করে সারাবিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত হানায় বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে নিন্দা ও ভৎসনা করতে হবে। সেইসাথে জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করে সংসদে নিন্দা প্রস্তাব পাস করতে হবে। অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টির লক্ষ্যে ফরাসি পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা জানাতে হবে। ফ্রান্সের সাথে বাংলাদেশের সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ইসলাম ও রাসুলকে (সা.) অবমাননার জন্য ফ্রান্সের রাষ্ট্রপতিকে প্রকাশ্যে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, জয়রামপুর ডিএস দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাও. শহিদুল ইসলাম, জয়রামপুর হাজিপাড়া মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, কাঁঠালতলা জামে মসজিদের ইমাম হাফেজ শফিউর রহমান, ডুগডুগি জামে মসজিদের ইমাম মাও. সামিউল ইসলাম, তারিনিপুর জামে মসজিদের ইমাম মাওলানা শামীম হোসেন, জয়রামপুর নতুনপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ জিল্লুর রহমান, কলোনিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা হানজালা, জয়রামপুর মাদরাসা মসজিদের ইমাম হাফেজ মনিরুল ইসলাম, কুমারীদহ জামে মসজিদের ইমাম মাও. সরোয়ার, জয়রামপুর স্কুল বটতলা জামে মসজিদের ইমাম হাফেজ সোলেমান, চায়ের দোকান জামে মসজিদের ইমাম ড. শহিদুল ইসলাম, বড় দুধপাতিলা জামে মসজিদের ইমাম হাফেজ হারুন-অর-রশিদ, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা আব্দুল মালেক ভূঁইয়া, হাউলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহুরুল ইসলাম ফকির প্রমুখ। এছাড়াও প্রায় ৫শতাধিক ধর্মপ্রাণ মুসলিম উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More