মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মহেশপুর আল-হেরা দাখিল মাদরাসার হলরুমে উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সহকারী সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা নায়েবে আমির আবদুল বারী,ফকির আহমেদ,আব্দুল আলী,থানা সেক্রিটারি ইসমাইল হোসেন পলাশ, উপজেলা অফিস সেক্রেটারি লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্ম পরিষদের সদস্যবৃন্ধরা। সম্মেলনে উপজেলার নারী পুরুষ উভয় রোকন সদস্যরা অংশগ্রহণ করে। প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে হক আর বাতিলে লড়াই। তিনি সকলকে ঐক্যবদ্ধ ভাবে সর্বশক্তি নিয়োগ করে নির্বাচনে ঝাপিয়ে পড়ার আহবান জানান এবং জামায়াতের প্রার্থীকে বিজয় করা অঙ্গীকার ব্যাক্ত করেন।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.