মুজিবনগর প্রতিনিধি:মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের লিটন হোসেন(৪৫) নামের এক কৃষকের বাড়ি থেকে ৩টি গরু চুরির কয়েক ঘন্টার মধ্যে গ্রামবাসীর তৎপরতায় উদ্ধার করা হয়েছে। লিটন হোসেন রতনপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে রতনপুর পুরাতন থানার অদূরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লিটন মিয়া জানান,রাতে গরুগুলো যথারীতি গোয়ালঘরে বেঁধে রেখেছিলাম। কিন্তু শেষরাতের দিকে বাড়ির প্রাচীর ভেঙে চোরেরা আমার ৩টি গরু নিয়ে পালায়। হঠাৎ ঘুম ভেঙে গরুর হালচাল না দেখে চিৎকার শুরু করলে তাৎক্ষণিক আশপাশের লোকজন ও পুলিশ ছুটে আসেন।
গরু ফিরে পেয়ে স্বস্তি পেয়েছি। তবে ব্যবহারকৃত টিউবয়েলের মোটরটি চুরি করে নিয়ে গেছে। এখন সময় ভালো না, সবাইকে আরও সচেতন থাকতে হবে।
স্থানীয়রা তাৎক্ষণিক চিৎকার ও অভিযান চালিয়ে গরুগুলো পাশের কলাক্ষেতে ফেলে রাখা অবস্থায় উদ্ধার করে। তবে চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং চোরচক্রের বিরুদ্ধে সবার মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.