মুজিবনগরে শিক্ষক-সুপারভাইজারদের মাসিক সমন্বয় সভা

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সুপারভাইজারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় কোমরপুর মউক অফিস চত্বরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় মউক এ কর্মসূচী বাস্তবায়নে মাসিক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়। মউকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোহাম্মদ কবীর আহাম্মদ মোল্লা। এ সময় বক্তব্য রাখেন প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম  ম্যানেজার মুরাদ হোসেন, জেলা প্রোগ্রাম  ম্যানেজার সাদ আহাম্মদ, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার শিরিন আকতার। সভায় শিখন কেন্দ্রের অগ্রগতি ও আগামী  দিনের করনীয় নির্ধারনে বিস্তারিত  আলোচনা করা হয়। মুজিবনগর উপজেলার ৬০জন শিক্ষক-শিক্ষিকা ও সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More