মুজিবনগরে ৩য় ধাপে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলো ৬টি পরিবার

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে ৩য় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৬টি ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন ঘর দিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন। আগামী ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে দুই শতক করে জমির দলিলসহ ৬টি ঘরের চাবি ও জমির দলিলপত্র ওই ৬টি পরিবারকে দেয়া হবে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সংবাদ সম্মেলন থেকে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সব এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর দেয়া হবে। কোনো মানুষই আর গৃহহীন থাকবে না। এ প্রকল্পের আওতায় মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নে ইতোমধ্যে ২৭টি পরিবারের মাঝে জমি ও ঘর দেয়া হয়েছে। ৩য় ধাপের ২য় পর্যায়ে আরো ৬টি নতুন পরিবারকে জমিসহ গৃহ উপহার দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, সমাজসেবা অফিসার আব্দুর রব, মহিলা বিষয়ক অফিসার সেলিম রেজা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ ওমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক শেখ সফিসহ মুজিবনগর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More