মেহেরপুরে করোনা সংক্রমনরোধে পুলিশের প্রচার-প্রচারণা

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মহামারী করোনা ভাইরাস সংক্রমনরোধে শহরের বিভিন্নস্থানে জনসচেতনতা সৃষ্টিতে মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে শহরের হোটেল বাজার এলাকায় জনসচেতনতা সৃষ্টিতে ওই প্রচার ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় মেহেরপুর কোর্ট পুলিশের ইন্সেপেক্টর আব্দুল আওয়াল বলেন ‘সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন। নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন। মাস্ক ব্যবহার করুন, জনসমাগম এড়িয়ে চলুন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন। সতর্ক থাকুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন’। নিজে বাঁচুন; অন্যকে বাঁচান।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More