মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখা, পণ্যের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে ৩টি মুদি দোকানে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখা, পণ্যের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসায়ীর নিকট থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More