মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদ-

স্টাফ রিপোর্টার: মেহেরপুরে মাদক মামলায় মো. আলফাজকে এক বছর ৬ মাসের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদ- এবং একই মামলার অপর পলাতক আসামি মো. ইমরানকে ২ বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদ- দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী এ আদেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী থানার এসআই মো. মোস্তফা শওকত জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাজিপুর ইউনিয়নের আলমবাজার বাগানপাড়ার মো. রিফাজের বাড়িতে দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে মো. আলফাজ ও মো. ইমরানকে হাতেনাতে আটক করে। তাদের দেহ তল্লাশিতে আলফাজের কোমর থেকে ৫ পুরিয়া হেরোইন এবং ইমরানের কোমর থেকেও ৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার নথি ও সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে মো. আলফাজ ও মো. ইমরানের বিরুদ্ধে উপরোক্ত রায় দেন। রায় ঘোষণার পরে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More