স্টাফ রিপোর্টার: সরাসরি দরপত্র দাখিলের সুযোগ না দিয়ে গোপনে নিজের আস্থাভাজন ঠিকাদারদেরকে কাজ দেয়ার অভিযোগ উঠেছে মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন সংক্ষুদ্ধ ঠিকাদারদের কয়েকজন। সংবাদ সম্মেলনে ঠিকদার মাহবুবুর রহমান জানান, গত ২৮ জুলাই এক কোটি টাকা ব্যয়ে মেহরপুর জেলা জজ আদালত ভবনের সংস্কার কাজের দরপত্র দাখিল করতে গেলে নির্বাহী প্রকৌশলী তা গ্রহণ করেননি। দুই গ্রুপের টেন্ডার ছিলো। কয়েকজন ঠিকাদারকে কাজটি বাস্তবায়নের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে মর্মে নির্বাহী প্রকৌশলী তাদেরকে জানিয়ে দেয়। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কাজটি সম্পন্ন করার দাবি জানান ঠিকাদাররা। কিন্তু আইনের তোয়াক্কা না করে নির্বাহী প্রকৌশলী তার সিদ্ধান্তে অটল থাকেন। তিনি জানিয়ে দেন যে, আর কারও কাজে অংশ নেয়ার প্রয়োজন নেই। বিগত ১৫ বছর যারা দাপটের সাথে ঠিকাদারী করেছে তাদেরকে কাজ দিয়ে সাধারণ ঠিকাদারদেরকে বঞ্চিত করা হয়েছে মর্মে গণপূর্ত বিভাগের যশোর অঞ্চলের কর্মকর্তাকে মৌখিক অভিযোগ দেয় ভুক্তভোগী ঠিকাদাররা। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোন সুরাহা না পাওয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিকার প্রত্যাশ করেন ঠিকাদারবৃন্দ। সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান আরও বলেন, নাদিম ইকবাল (লেবার্ট), জাকাউল্লাহ, চঞ্চল ভট্টাচার্যসহ আরও এক ঠিকাদার রয়েছেন যারা নির্বাহী প্রকৌশলীর আস্থাভাজন। আওয়ামী লীগ আমলের ১৭ বছরের ফাইল দেখলে তাদের নাম পাওয়া যাবে। এখনও তাদেরকে দিয়েই কাজ করানো হচ্ছে। অভিযোগ করে মাহবুবুর রহমান আরও বলেন, দরপত্র তার আস্থাভাজন লোকদের দেয়ার পর থেকে নির্বাহী প্রকৌশলী আর অফিসে আসেন না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুলেরী আলভী ও বিএনপি নেতা রনিসহ ঠিকাদারবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.